বাংলাধারা প্রতিবেদন »
সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলার আসামি সাইদুল ইসলাম সিকদারকে ৩ দিনের রিমান্ড
শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (২১ জুন) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমানের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে বৃহস্পতিবার (১৭ জুন) বেলা পৌনে ১টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হোসেন মোহাম্মদ রেজার ভার্চুয়াল আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।
বাংলাধারা/এফএস/এআই













