৮ নভেম্বর ২০২৫

মিথ্যাচার-গুজব রটানোই বিএনপির রাজনীতি : তথ্যমন্ত্রী

সায়ীদ আলমগীর, কক্সবাজার »

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, দেশবিরোধী অপশক্তিকে সাথে নিয়ে মিথ্যাচার করা আর গুজব রটানোই এখন বিএনপির রাজনীতি।

শুক্রবার (৬ মে) সন্ধ্যায় কক্সবাজারে আওয়ামীলীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন।

এসময় বিএনপি জামায়াতের মিথ্যা প্রচারের বিরুদ্ধে সত্য প্রচার বাড়াতে দলীয় নেতাকর্মীদের তাগিদ দেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, দেশে অভাবনীয় উন্নয়ন হচ্ছে কোনো জাদুর কারনে নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যাদুকরি নেতৃত্বের কারনেই দেশের উন্নয়ন হচ্ছে।

কক্সবাজার জেলা আওয়ামীলীগের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, সাংগঠনিক ভাবে কক্সবাজার জেলা আওয়ামী লীগ খুবই শক্তিশালী। তবে, এটি তৃণমূলে জানানো দরকার। আর দলে উদ্যতপূর্ণ আচরণকারিদের কারণে সুনামটা ক্ষুন্ন হয়। তাদের বয়কট করতে হবে। টাকা ওয়ালা লোককে পদ দেয়ার দরকার নেই, দলের জন্য ত্যাগীদের পদে রেখে দলকে সাংগঠনিক ভাবে আরো শক্তিশালী করতে হবে।

হিলডাউন সার্কিট হাউজ মিলনায়তনে জেলা আওয়ামীলীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রেজাউল করিম, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুবুল হক মুকুল, পৌর আওয়ামীলীগের সভাপতি নজিবুল ইসলাম, সাধারণ সম্পাদক উজ্জল কর, জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমেদ বাহাদুরসহ দলীয় নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

এর আগে বৃহস্পতিবার (৫ মে) রাতে কক্সবাজারে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইউরোলোজিক্যাল সার্জনস (বাউস) আয়োজিত ১৬তম আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলন ২০২২ এর উদ্বোধনীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মন্ত্রী।

এসময় মন্ত্রী বলেন, বাংলাদেশের চিকিৎসকরা অনেক মেধাবী, তারা যেভাবে মাইন্ড এপ্লাই করতে পারেন অন্য দেশের চিকিৎসকরা পারেন না। চিকিৎসকরা সচেষ্ট থাকলে বিদেশ থেকে এদেশে চিকিৎসা নিতে আসবে মানুষ।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ