চট্টগ্রাম ১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, বিএনপি গত ৩০ থেকে ৪০ বছর ধরে জনগণকে মিথ্যা তথ্য দিয়ে বোকা বানিয়ে যাচ্ছে। বিএনপি-জামায়াত অগ্নিসন্ত্রাস করে ক্ষমতায় আসতে চায়। তারা মিথ্যার আশ্রয় নিয়ে মানুষকে বিভ্রান্ত করে ক্ষমতায় বসতে চায়।
শুক্রবার (২৫ আগষ্ট) বিকালে কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আন্দোলন সংগ্রামের ভয় আওয়ামী লীগকে দেখিয়ে লাভ নেই, আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে আওয়ামী লীগ আজকের এই অবস্থানে এসেছে।
ভূমিমন্ত্রী বলেন, সাংবিধানিকভাবেই আগামী জাতীয় নির্বাচন হবে। সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আর নির্বাচনে জনগণই নির্ধারণ করবে তারা কাকে কোন সরকার চাই সেটা। আর আমার আত্মবিশ্বাস আওয়ামী লীগ দেশে যত উন্নয়ন করেছে তার ফলপ্রসুত জনগণ আওয়ামী লীগকেই আবার ক্ষমতায় আনবে। কারণ বিএনপি-জামায়াত ক্ষমতায় আসলে দেশ আবারও পিছিয়ে পড়বে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোলায়মান তালুকদারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।
শোক সভায় আরও বক্তব্য দেন, আনোয়ারা উপজেলা আ.লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান, কর্ণফুলী উপজেলা আ.লীগের সাবেক সভাপতি মো. আলী, সাবেক সাধারণ সম্পাদক হায়দার আলী রনি, উপজেলা আ.লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম টুকু, এস এম হোসেন, রফিক আহমেদ, জসিম উদ্দিন চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমির আহমেদ, দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী।
এছাড়াও শোক সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ডা: ফারহানা মমতাজ,উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দীন হায়দার, সম্পাদক সেলিক হক, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি শাহেদুর রহমান, ভারপ্রাপ্ত সম্পাদক সাঈদ খান আরজু, উপজেলা ছাত্রলীগের আহবায়ক সাজ্জাদ হোসেন সাজিসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ শোক সভায় উপস্থিত













