৮ ডিসেম্বর ২০২৫

মিন্নির জামিনের রায়ের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ

বাংলাধারা ডেস্ক »

বরগুনায় প্রকাশ্য দিবালোকে কুপিয়ে রিফাত শরীফ হত্যার ঘটনায় দায়ের করা মামলায় তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির জামিনের বিরোধিতা করে আপিল করবে রাষ্ট্রপক্ষ।

বৃস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পি এ তথ্য জানান।

তিনি বলেন, ‘মিন্নিকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন আদালত। সে রুল যথাযথ ঘোষণা করে মিন্নিকে জামিন দিয়েছেন আদালত। সে নারী এবং তার বাবার জিম্মায় থাকবেন, তাই তাকে জামিন দেওয়া হয়েছে। তবে এ জামিনের সে অপব্যবহার করবেন না এবং মিডিয়ার সঙ্গে কথা বলতে পারবেন না। কিন্তু সে জামিনের শর্ত অপব্যবহার করে তাহলে বিচারিক আদালত তার জামিন বাতিল করতে পারবেন।’

বাংলাধারা/এফএস/এমআর/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ