বান্দরবান নাইক্ষ্যংছড়ি ঘুমধুমে সীমান্তের মিয়ানমারের থেকে ছোড়া মর্টারশেল বিষ্ফোরণে অজ্ঞাত রোহিঙ্গা শ্রমিক (৫৫) ও হোসনেয়ারা (৪৫) নামে এক নারী বাংলাদেশি নিহত হয়েছেন।
সোমবার (৫ ফেব্রুয়ারি) আড়াইটার দিকে ঘুমধুমে ৪নং ওয়ার্ডের জলপাইতলী এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন— ঘুমধুম ইউনিয়নের ৪নং ওয়ার্ডের জলপাইতলী এলাকায় বাদশা মিয়া স্ত্রী হোসনেয়ারা (৪৫) এবং অন্যজন নিহত রোহিঙ্গা শ্রমিকের পরিচয় পাওয়া যায়নি।
তথ্যটি নিশ্চিত করেছেন ঘুমধুম ইউনিয়নের ৪, ৫, ৬ সংরক্ষিত আসনে ইউপি সদস্য খালেদ বেগম।
স্থানীয়রা জানান, আজ সোমবার কাজ করা শেষে দুপুরে দিনমজুরি রোহিঙ্গাকে খাবার দিতে গেলে হঠাৎ করে ওপার থেকে মিয়ানমার ছোড়া মর্টারশেল ঘরে ভিতরে এসে পড়ে। এসময় মর্টারশেল বিষ্ফোরণের ঘটনাস্থলে রোহিঙ্গা শ্রমিক মারা যান। আহত হন হোসনেয়ারা নামে বাংলাদেশি। পরে আহত ব্যাক্তিকে এলাকাবাসী উদ্ধার করে এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করে।
নাইক্ষ্যংছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন জানান, মিয়ানমার থেকে ছোড়া মর্টারশেলে দু’জন নিহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশের টিম যাচ্ছে। পরে বিস্তারিত বলা যাবে।
এদিকে চলমান সংঘর্ষে প্রাণহানি এড়াতে দেশটির সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) ৯৫ জন সদস্য অস্ত্রসহ পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। এ নিয়ে ঘুমধুম সীমান্তের ছয় শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।













