২৪ অক্টোবর ২০২৫

মিরসরাইতে কাভার্ডভ্যান দুর্ঘটনায় নিহত ২, আহত ১

বাংলাধারা প্রতিবেদন»

চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে মিরসরাইয়ে কাভার্ডভ্যান দুর্ঘটনায় ঘটনাস্থলে ২ জন নিহত ও ১ জন আহত হয়েছে।

বুধবার (৮ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে কমলদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, একটি কাভার্ডভ্যানকে পেছন থেকে আরেকটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ও আহতের ব্যাপারে সুনিদির্ষ্ট তথ্য পাওয়া যায় নি তবে তাদের একজনের বয়স আনুমানিক ৪৫ ও অন্যজনের বয়স ৩৫ বছর।  

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এটিএসআই মো. মাহমুদ গণমাধ্যমকে বলেন, একটি কাভার্ডভ্যানকে আরেকটি কাভার্ডভ্যান পিছন থেকে ধাক্কা দিলে ২ জনের মৃত্যু হয়। এসময় একজন পথচারী গুরুতর আহত হয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ পাঠানো হয়েছে হাসপাতাল মর্গে।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন