বাংলাধারা প্রতিবেদন»
শাহ্জালাল ইসলামী ব্যাংক মিরসরাই শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২১ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ নভেম্বর) সকালে মিরসরাই কলেজ ক্যাম্পাসে এবং এস রহমান আইডিয়াল স্কুল প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়।
বেলা ১১টায় মিরসরাই কলেজ ক্যাম্পাসে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই কলেজের অধ্যক্ষ নুরুল আফসার।

এ সময় আরও উপস্থিত ছিলেন শাহজালাল ইসলামী ব্যাংক মিরসরাই শাখা ব্যবস্থা ব্যবস্থাপক মোঃ শরিফুল ইসলাম, উপ-ব্যবস্থাপক জিয়াউল হক জিল্লু, সিনিয়র অফিসার গোলাম কিবরিয়া, মোকাররম হোসেন ও মহসিন খান এবং কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকগণ।
কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন বর্ষের ছাত্রছাত্রীদের মাঝে দুই শতাধিক ফলজ, বনজ ও ভেষজ গাছ বিতরণ করা হয়। কলেজ ক্যাম্পাসে লাগানো হয় বিভিন্ন জাতের আম ও নারকেল গাছের চারা। এরপর বেলা ১২ টার দিকে উপজেলা সদরের এস. রহমান আইডিয়াল স্কুলে এ কর্মসূচি পালন করা হয়। এসময় ব্যাংক কর্মকর্তারা ছাড়াও স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। স্কুল প্রাঙ্গণে কয়েকটি ফলজ গাছ লাগানো হয়। এরপর শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন জাতের চারা বিতরণ করা হয়। এসময় স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাংলাধারা/এফএস/এফএস













