৮ ডিসেম্বর ২০২৫

মিরসরাইতে বৃক্ষরোপণ কর্মসূচি

বাংলাধারা প্রতিবেদন»

শাহ্জালাল ইসলামী ব্যাংক মিরসরাই শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২১ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ নভেম্বর) সকালে মিরসরাই কলেজ ক্যাম্পাসে এবং এস রহমান আইডিয়াল স্কুল প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়।

বেলা ১১টায় মিরসরাই কলেজ ক্যাম্পাসে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই কলেজের অধ্যক্ষ নুরুল আফসার।

এ সময় আরও উপস্থিত ছিলেন শাহজালাল ইসলামী ব্যাংক মিরসরাই শাখা ব্যবস্থা ব্যবস্থাপক মোঃ শরিফুল ইসলাম, উপ-ব্যবস্থাপক জিয়াউল হক জিল্লু, সিনিয়র অফিসার গোলাম কিবরিয়া, মোকাররম হোসেন ও মহসিন খান এবং কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকগণ।

কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন বর্ষের ছাত্রছাত্রীদের মাঝে দুই শতাধিক ফলজ, বনজ ও ভেষজ গাছ বিতরণ করা হয়। কলেজ ক্যাম্পাসে লাগানো হয় বিভিন্ন জাতের আম ও নারকেল গাছের চারা। এরপর বেলা ১২ টার দিকে উপজেলা সদরের এস. রহমান আইডিয়াল স্কুলে এ কর্মসূচি পালন করা হয়। এসময় ব্যাংক কর্মকর্তারা ছাড়াও স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। স্কুল প্রাঙ্গণে কয়েকটি ফলজ গাছ লাগানো হয়। এরপর শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন জাতের চারা বিতরণ করা হয়। এসময় স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন