মিরসরাই প্রতিনিধি»
মিরসরাইয়ে গলায় ফাঁস দিয়ে এক স্কুল শিক্ষার্থীর আত্মাহত্যার খবর পাওয়া গেছে। সে উপজেলার মঘাদিয়া ইউনিয়নের ফকিরপাড়া এলাকার ফকিরবাড়ির মো. নুরুল আলম খোকনের মেয়ে মোহনা বেগম (১৬)।
শুক্রবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় এঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। মোহনা বেগম আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রেমঘটিত পারিবারিক কলহে বসত ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।
স্থানীয় মো. জাহেদ হোসেন জানান, বৃহস্পতিবার গভীর রাতে মোহনা বেগম ঘরের সিলিংয়ের সাথে গলায় দড়ি পেচিঁয়ে আত্মহত্যা করে। সকালে পরিবারের লোকজন তার রুমের দরজা ধাক্কা দিয়ে সাড়া না পেয়ে দরজা ভেঙ্গে সিলিংয়ের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে মিরসরাই থানা পুলিশ লাশ উদ্ধার করে।
মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাস্টার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ফকিরপাড়া একটি মেয়ে আত্মহত্যা করেছে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে গেছে।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, মঘাদিয়া ইউনিয়নের ফকিরপাড়া এলাকায় মোহনা বেগম নামের এক স্কুল শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। প্রেম ঘটিত কারণে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) প্রেরণ করা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
বাংলাধারা/এফএস/এফএস













