মিরসরাই প্রতিনিধি »
বিয়ের পিঁড়িতে বসেছেন ক্রিকেটার সাইফুদ্দিন। পরিবারের সদস্যদের পছন্দের পাত্রী মিরসরাই উপজেলার সাহেরখালী আহমদিয়া হাবিবিয়া গণিয়া দাখিল মাদরাসার সাবেক শিক্ষার্থী কাজী ফাতেমা তুজ জারা‘র সঙ্গে সাইফুদ্দিন সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এই ক্রিকেটার। বর্তমানে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অনার্স ভর্তির জন্য আবেদন করেছেন। যদিও এ নিয়ে বিস্তারিত কিছু বলতে চাননি ২৫ বছর বয়সী অলরাউন্ডার।
সাইফুদ্দিন জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করতে যাওয়ায় তার মা জহুরা বেগম ও বড় ভাই কফিল উদ্দিন সকলের কাছে দোয়া চেয়েছেন।

বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বর্তমানে জাতীয় দলের বাইরে থাকা পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনের বিয়েকে ঘিরে তার জন্ম শহর ফেনীতে বিরাজ করেছে উৎসবের আমেজ।
এর আগে গত বুধবার রাতে একই গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে জমকালো হলুদ সন্ধ্যার আয়োজন করা হয়। পরিবারের সদস্যদের পাশাপাশি শহরের বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ আমন্ত্রিত অতিথি হিসেবে হলুদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

২০২১ সালের জুনে সর্বশেষ ওয়ানডে খেলছিলেন সাইফুদ্দিন। ইনজুরির কারণে তিনি অনেকদিন জাতীয় দলের বাইরে আছেন। ইনজুরি থেকে ফিরে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে খেলেছিলেন তিনি। তবে পূর্ণ ফিট না থাকায় বিশ্বকাপ দলে রাখা হয়নি। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষ হওয়ার পরদিনই শুরু হবে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। ছুটি থাকায় তাই বিয়ের কাজ সেরে নিচ্ছেন ডানহাতি এই পেসার।













