৩ নভেম্বর ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

মিরসরাইয়ের বাস্তবতা ও বিএনপির চ্যালেঞ্জ নিয়ে নূরুল আমিনের মুখোমুখি

দল যদি মনে করে উপযুক্ত প্রার্থী তাহলে আমি নির্বাচনের জন্য প্রস্তুত

মিরসরাই সদর ইউনিয়নের মোটবাড়িয়া গ্রামের সন্তান নূরুল আমিন। তিনি চার দশকেরও বেশি সময় ধরে বিএনপির রাজনীতির সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়কের পদ ছাড়াও বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। আন্দোলন, সংগঠন এবং আদর্শ এই তিনে ভর করেই তাঁর দীর্ঘ ৪৭ বছরের বেশি রাজনৈতিক পথচলা। রাজনীতি তাঁর কাছে জীবনের অংশ। বয়স, সময় কিংবা ঝড় কিছুই থামাতে পারেনি তাঁকে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি কথা বলেছেন রাজনীতির বর্তমান অবস্থা, দলের চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ রাজনীতি নিয়ে। কথা বলেছেন নিজের প্রার্থিতা নিয়েও। মিরসরাইয়ের এই প্রবীণ নেতার বিশ্বাস “গণতন্ত্র একদিন ফিরবেই, কারণ মানুষ অন্যায়ের সঙ্গে কখনো দীর্ঘকাল আপস করে না।”

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তাঁর দৃষ্টিতে রাজনীতি, নির্বাচন, তরুণ প্রজন্ম ও দলের অবস্থান এই সাক্ষাৎকারে উঠে এসেছে সেই বাস্তবতা। দীর্ঘ এই সাক্ষাৎকারটি নিয়েছেন বাংলাধারার স্টাফ রিপোর্টার ইফরানুল ফাহাদ।

বাংলাধারা: আপনি প্রায় ৪৭ বছরের বেশি সময় ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। এই দীর্ঘ যাত্রায় সবচেয়ে বড় প্রাপ্তি ও চ্যালেঞ্জ কী বলে মনে করেন?

নূরুল আমিন: রাজনীতি আমার কাছে পেশা নয়, এক ধরনের দায়বদ্ধতা। আমি দেখেছি দেশে যখন গণতন্ত্র বিপন্ন, তখন মানুষ বিএনপির দিকে চেয়ে থাকে। এই ৪৭ বছরে সবচেয়ে বড় প্রাপ্তি হলো মানুষের ভালোবাসা ও আস্থা। আর সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল দলকে সংকটের সময় সংগঠিত রাখা।

বাংলাধারা: মিরসরাইয়ে বিএনপির সাংগঠনিক অবস্থাকে আপনি কীভাবে মূল্যায়ন করেন?

নূরুল আমিন: মিরসরাই বিএনপি সবসময়ই সংগ্রামী ও ঐক্যবদ্ধ সংগঠন ছিল। মাঝে মাঝে কিছু মতপার্থক্য হয়, নোংরামি হয়, যাদের কারণে দলের বদনাম হয়। কিন্তু তা দলীয় আদর্শের নয় ধারার পার্থক্য। সামনে নতুন নেতৃত্ব আসবে, তরুণরা এগিয়ে আসছে এটাই আশার জায়গা।

বাংলাধারা: স্থানীয় রাজনীতিতে দলীয় ঐক্য ও নেতৃত্বের ভারসাম্য কেমন দেখছেন?

নূরুল আমিন: স্থানীয় রাজনীতিতে ঐক্যই আসল শক্তি। বড় দলে মতের অমিল থাকতেই পারে, কিন্তু উদ্দেশ্য যেন এক থাকে গণতন্ত্র পুনরুদ্ধার। আমি সবসময়ই চেষ্টা করি দলের মধ্যে সৌহার্দ্য ও শ্রদ্ধাবোধ বজায় রাখতে।

বাংলাধারা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে আপনি কীভাবে দেখছেন? বিএনপির অবস্থান কী হওয়া উচিত বলে মনে করেন?

নূরুল আমিন: এই নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য একটি টার্নিং পয়েন্ট। বিএনপি বরাবরই চায় অংশগ্রহণমূলক, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। আমরা এখনো আশাবাদী দেশের মানুষ গণতন্ত্রের জন্য জেগে উঠবে, আর আন্তর্জাতিক সম্প্রদায়ও একটি সুষ্ঠু নির্বাচনের দাবি জোরালো করবে। আশা করছি নির্বাচন কমিশন শিগগিরই তফসিল ঘোষণা করবেন। জনগণ এখন পরিবর্তন চায় যে পরিবর্তনের কেন্দ্রবিন্দু হবে মানুষের ভোটের অধিকার।

বাংলাধারা: আপনি ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। যদি দল আপনাকে মনোনয়ন দেয় আপনার নির্বাচনী অগ্রাধিকার কী হবে?

নূরুল আমিন: আমি রাজনীতি করেছি জনগণের জন্য, পদ-পদবির জন্য নয়। তবে দল যদি মনে করে আমি উপযুক্ত প্রার্থী তাহলে আমি প্রস্তুত আছি। আমার উদ্দেশ্য একটাই মিরসরাইয়ের উন্নয়ন ও মানুষের অধিকারের রাজনীতি প্রতিষ্ঠা করা। মিরসরাইয়ের মানুষ আজও মৌলিক কিছু সুযোগ থেকে বঞ্চিত। কৃষি, মৎস্য ও শিক্ষাখাতে এখনো অনেক কাজ বাকি। আমি চাই একটি আধুনিক, শিল্প ও শিক্ষাবান্ধব মিরসরাই গড়ে তুলতে। স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান তৈরি করাই হবে আমার প্রথম অগ্রাধিকার। আমি চাই মিরসরাই হোক শিল্প, শিক্ষা ও মানবিকতার সমন্বয়ে একটি মডেল উপজেলা।

বাংলাধারা: বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপির সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী বলে মনে করেন?

নূরুল আমিন: সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা। মানুষ আজ রাজনীতি থেকে ভরসা হারাচ্ছে। আমাদের দায়িত্ব আবারও সেই বিশ্বাস ফিরিয়ে আনা। তরুণদের সঙ্গে সম্পৃক্ত হতে হবে, তাদের হাতে রাজনীতির দিশা তুলে দিতে হবে।

বাংলাধারা: আপনি দীর্ঘদিন মাঠে রাজনীতি করছেন। বর্তমান প্রজন্মকে রাজনীতিতে টানার উপায় কী বলে মনে করেন?

নূরুল আমিন: তরুণদের রাজনীতির প্রতি বিশ্বাস ফিরিয়ে দিতে হবে। তাদের সুযোগ দিতে হবে নেতৃত্বে আসার। রাজনীতি মানে সেবার রাজনীতি এটা বুঝাতে পারলেই তারা জড়িয়ে পড়বে। আমি সবসময় তরুণদের বলি আদর্শ হারিও না, কারণ আদর্শহীন রাজনীতি টিকে না।

বাংলাধারা: বিএনপির ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে আপনার প্রত্যাশা কী?

নূরুল আমিন: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রায় বক্তৃতায় বলেন, আজকের তরুণ ও মেধাবীরা আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে। আমি আমার নেতার সেই কথার সঙ্গে যুক্ত করে বলব, আমাদের দলে অনেক তরুণ ও শিক্ষিত নেতৃত্ব তৈরি হচ্ছে। আমি বিশ্বাস করি, বিএনপি তার আদর্শ ধরে রেখেই নতুন নেতৃত্বের মাধ্যমে এগিয়ে যাবে। জনগণের আস্থা ফিরে পেলে বিএনপি আবারও গণমানুষের দলে পরিণত হবে।

বাংলাধারা: তরুণ প্রজন্মকে নিয়ে যদি এক বাক্যে কিছু বলতে বলি তাহলে কী বলবেন?

নূরুল আমিন: দেশকে ভালোবাসো, নীতিতে অটল থেকো, আর অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে ভয় পেও না এটাই প্রকৃত রাজনীতি।

বাংলাধারা: এতক্ষণ সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

নূরুল আমিন: আপনাদেরকেও ধন্যবাদ। সেইসঙ্গে আপনাদের মাধ্যমে আমার প্রিয় মিরসরাইবাসীকেও জানাই আমার সালাম ও ধন্যবাদ। সকলের কাছে আমি দোয়া প্রার্থী। ধন্যবাদ।

আরও পড়ুন