২৬ অক্টোবর ২০২৫

মিরসরাইয়ের মিঠানালা ভোরের বাজারে সুহৃদ সমাবেশ

নানা আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রাম জেলার মিরসরাইয়ের ঐতিহ্যবাহী মিঠানালা ভোরের বাজারে সুহৃদ সমাবেশ ও বার্ষিক বনভোজন আয়োজন সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিশেষজ্ঞ চিকিৎসক শাহাবুদ্দিন আহম্মদের সভাপতিত্বে এ সুহৃদ সমাবেশের আয়োজন করা হয়। তপন ধুম ও হেলাল উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন মিঠানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম।

চেয়ারম্যান আবুল কাশেম তার বক্তব্যে বলেন, এলাকার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ‘সামাজিক সচেতনতা ও শিক্ষার ব্যাপক প্রসারের মাধ্যমে ইভটিজিং, মাদক, বাল্যবিবাহের মতো সামাজিক ব্যধি দূর করতে হবে। এলাকার উন্নয়নে সবাইকে বসে না থেকে ঘরে ঘরে মানুষের ভালোমন্দের খবর নিয়ে তাদের পাশে দাঁড়াতে আহ্বান করেন তিনি।

এসময় আরো বক্তব্য রাখেন, ইছাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল মোস্তফা, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের উপব্যবস্থাপক শেখ মেহেদী হাসান লিটন, এএসপি আপ্পেলা রাজু নাহা, পুলিশ পরিদর্শক রাশেদ খান চৌধুরী, বাণিজ্য মন্ত্রণালয়ের উপ পরিচালক ইফতেখারুল আলম রিজভী, ব্যবসায়ী আলাউদ্দিন জুয়েল, বাংলাধারা সম্পাদক ফেরদৌস শিপন, ইঞ্জিনিয়ার সুব্রত দাস, ব্যবসায়ী আনোয়ার হোসেন চৌধুরী, ব্যাংকার সঞ্জিত কুমার নাহা, কাজী জাহাঙ্গীর আলম, কাজী জামিল ইউসুফ, শফিউল আলম মাস্টার, ইউপি সদস্য মিজানুল হক প্রমুখ।

বক্তারা বলেন, গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন হলে প্রতিটি এলাকার মানুষের আত্মসামাজিক উন্নয়ন ঘটবে।
আলোচনা অনুষ্ঠান শেষে নৈশভোজের আয়োজন করা।

আরও পড়ুন