‘নিজেকে দক্ষ করে গড়ে তুলুন, বেকারত্বকে না বলুন’ এই স্লোগানকে সামনে রেখে মিরসরাইয়ে ‘অপু টেলিকম অ্যান্ড যুব ট্রেনিং ইনস্টিটিউট’ এর দ্বিতীয় ব্যাচের বিদায় ও সমাপনী সনদ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৮ এপ্রিল) মিরসরাই পৌর সদরের একটি রেস্টুরেন্টে এ সমাপনী সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় ১৭ জন প্রশিক্ষণার্থীর মাঝে সনদ বিতরণ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
সনদ বিতরণী অনুষ্ঠানে অপু টেলিকমের স্বত্বাধিকারী সালাউদ্দিন অপুর সভাপতিত্বে এবং প্রতিষ্ঠানটির ম্যানেজমেন্টের দায়িত্বে থাকা নূর নবী সবুজ ও ট্রেইনার ইমাম হোসেনের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নজরুল গবেষক ও শিক্ষানুরাগী ড. কামাল উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শাহাদাৎ হোসেন, মিরসরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মিরসরাই উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য এম মাঈন উদ্দিন, সামাজিক সংগঠন উদয়ন ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাকসুদুর আলম শাহীন, এবং জাগ্রত প্রতিভার সংঘের সভাপতি গোলাম মোর্তুজা।
এসময় বক্তারা মানবসম্পদ উন্নয়নে কারিগরি প্রশিক্ষণের গুরুত্ব আরোপ করে বলেন, ‘একজন মানুষের কর্মদক্ষতা যত উন্নত, তার কর্মক্ষেত্রের পরিধি তত প্রশস্ত। অর্থাৎ কর্মদক্ষতা থাকলে কাজের অভাব হয় না। বহুমুখী কর্মদক্ষতার মধ্যে বর্তমান কারিগরি দক্ষতার চাহিদা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। অপু টেলিকম অ্যান্ড যুব ট্রেনিং ইনস্টিটিউট একটি দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রতিষ্ঠান, যেখানে দক্ষ মানবসম্পদ উন্নয়নে কর্মমুখী শিক্ষা প্রদান করা হয়। মানবসম্পদ উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে এ ধরনের কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। মিরসরাইয়ে বেকারত্ব দূরীকরণে অপু টেলিকম যুব ট্রেনিং ইনস্টিটিউট প্রশংসার দাবি রাখে। ভবিষ্যতে এর পরিধি বৃদ্ধি পাবে বলেও তারা আশা প্রকাশ করেন।’
অপু টেলিকমের স্বত্বাধিকারী সালাউদ্দিন অপু বলেন, ‘বাংলাদেশ একটি জনবহুল দেশ। দেশকে উন্নত করতে জনগণকে যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করা প্রয়োজন। এই চিন্তা থেকে মিরসরাইয়ের বেকারদের প্রশিক্ষণের মাধ্যমে জনশক্তিতে রূপান্তরিত করার লক্ষ্যে অপু টেলিকম যুব ট্রেনিং ইনস্টিটিউটের যাত্রা শুরু হয়। এ পর্যন্ত আমাদের ২টি ব্যাচের অর্ধশতাধিক শিক্ষার্থী প্রশিক্ষণ সম্পন্ন করেছে। ভবিষ্যতে এর পরিধি বাড়িয়ে ইলেকট্রিক, ইলেকট্রনিক্স, গ্রাফিক ডিজাইন কোর্স চালু করার পরিকল্পনা রয়েছে।’
তিনি আরও বলেন, ‘মিরসরাইয়ের এসএসসি ব্যাচ ২০২৫ এর অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য মূল কোর্স ফিতে ৫০ শতাংশ ছাড় রয়েছে।’