২৪ অক্টোবর ২০২৫

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনে বাধা, নারীসহ তিনজনকে কুপিয়ে জখম

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেওয়ায় এক নারীসহ তিনজনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। শনিবার (১৫ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার করেরহাট ইউনিয়নের অলিনগর এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন— অলিনগর এলাকার মোল্লাবাড়ির বাসিন্দা নাজিম উদ্দিন (৫৫), জালাল আহম্মদ (৬০) ও তার স্ত্রী মনোয়ারা বেগম (৫০)।

আহত নাজিম উদ্দিনের ছেলে শিপন আহমেদ জানান, স্থানীয় ইউপি সদস্য সিরাজ মেম্বার, মুরাদ, সজিব ও মিজানের নেতৃত্বে তাদের জমি কেটে শ্যালো মেশিন দিয়ে বালু উত্তোলন করা হচ্ছিল। শনিবার সকালে তারা এ কাজে বাধা দিলে সশস্ত্র হামলা চালানো হয়, যেখানে তার বাবা ও আরও দুইজন গুরুতর আহত হন।

তিনি আরও অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ফেনী নদী ও স্থানীয়দের জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন চলছে। প্রতিবাদ করলেই হামলা ও ভয়ভীতি দেখানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য সিরাজুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, “আমাদের নেতৃত্বে হামলার ঘটনা সত্য নয়। এটি তাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব।”

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম জানান, “অলিনগরে বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

অলিনগরের বাসিন্দারা জানান, দিনের পর দিন অবৈধ বালু উত্তোলনের ফলে পরিবেশ ও কৃষিজমি হুমকির মুখে পড়েছে। প্রশাসনের হস্তক্ষেপ না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

আরও পড়ুন