২৩ অক্টোবর ২০২৫

মিরসরাইয়ে আগুনে পুড়ে ছাই তিন বসতঘর

Mirossorai

চট্টগ্রামের মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিন বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৭ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। উদ্ধার হয়েছে ২০ লক্ষ টাকার মালামাল।

বুধবার (৪ সেপ্টেম্বর) উপজেলার ইছাখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ড ইসলামপুর এলাকার দারবক্স ভূঁইয়া বাড়িতে এঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন- শহীদুল্লাহ, ইসাআলী খান, মো. শপন, মো. লিটন এবং শিরিন আক্তার।

জানা গেছে, বুধবার সাড়ে এগারোটার দিকে হঠাৎ কোন একঘর থেকে বিদ্যুৎতের সূত্রপাত ঘটে। এতে মুহূর্তেই ছড়িয়ে পড়ে পাশাপাশি তিনটি ঘরে। এঘটনায় ১টি ইটের পাকা ঘর ও দুইটি টিনের ঘর পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত শিরিনা আক্তার জানান, আমার সব পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমি নিঃস্ব হয়ে গেছি। আমার ঘরের অধিকাংশ জিনিস বের করতে পারিনি। মুহূর্তেই পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে।

বারৈয়ারহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার আবুল বশর পাঠান জানান, বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। দুপুর ১১.৩৮ মিনিটে আমাদের কাছে খবর আসলে আমরা দ্রুত পৌঁছানোর চেষ্টা করি। দীর্ঘ দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

তিনি আরও জানান, আমরা পৌঁছানোর আগেই তিনটি ঘরে আগুন ছড়িয়ে পড়ে। পরবর্তীতে ফায়ার সদস্য এবং এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে প্রায় ২০ লক্ষাধিক টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়।

আরও পড়ুন