৮ ডিসেম্বর ২০২৫

মিরসরাইয়ে ‘আজহারুল হক চৌধুরী ফাউন্ডেশন’র যাত্রা শুরু

মিরসরাইয়ে সমাজ সেবক ‘আলহাজ্ব আজহারুল হক চৌধুরী (নওশা মিয়া) ফাউন্ডেশন’র যাত্র শুরু হয়েছে। বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার পশ্চিম কিছমত জাফরাবাদ গ্রামে মজহারুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য মাহবুব উর রহমান রুহেল।

ছাত্রনেতা ফাহিম উল হুদার সঞ্চালনায় বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোজাহের হোসেন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, মিরসরাই পৌরসভার মেয়র মো. গিয়াস উদ্দিন, ৯নং মিরসরাই সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম দিদার, প্রতিষ্ঠাতা সদস্য মনোয়ার হোসেন চৌধুরী, মোতাহের হোসেন চৌধুরী, মোফাজ্জেল হোসেন চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে মাহবুব উর রহমান রুহেল বলেন, আজহারুল হক চৌধুরী (নওশা মিয়া) ছিলেন মিরসরাইয়ের আলোকিত মানুষ। তিনি সমাজ সেবার পাশাপাশি শিক্ষা বিস্তারেও আজীবন কাজ করে গেছেন। তিনি চলে গেলেও তাঁর প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান মজহারুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয় এখনো স্বগৌরবে শিক্ষার্থীদের মাঝে আলো ছড়িয়ে যাচ্ছে। তিনি আজীবন সমাজের অবহেলিত মানুষের কল্যাণে কাজ করে গেছেন।

এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, নুরুল মোস্তফা, এসএম আবু সুফিয়ান বিপ্লব, সাবেক মিরসরাই পৌর মেয়র এম শাহজাহান, ৯নং মিরসরাই সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এমরান উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী স্বেচ্চাসেবক লীগের সভাপতি এরাদুল হক নিজামী ভুট্টু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাইফুল্লাহ দিদার, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু প্রমুখ।

উল্লেখ্য, আজহারুল হক চৌধুরী (নওশা মিয়া) জীবদ্দশায় সমাজ সেবার পাশাপাশি উপজেলার ৯নং মিরসরাই সদর ইউনিয়ন পরিষদের একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান ও মিরসরাই পৌরসভার প্রশাসকের দায়িত্ব পালন করেছিলেন। পিতার নামে প্রতিষ্ঠা করেন মজহারুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়। তার স্মরণে পরিবারের পক্ষ থেকে সামাজিক ও স্বেচ্চাসেবকমূলক কাজ করার জন্য আলহাজ্ব আজহারুল হক চৌধুরী (নওশা মিয়া) ফাউন্ডেশন করা হয়।

আরও পড়ুন