২৪ অক্টোবর ২০২৫

মিরসরাইয়ে আনন্দ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি

মিরসরাই প্রতিনিধি »

প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সারাদেশের মতো চলছে মিরসরাইতেও বৃক্ষরোপন কর্মসূচি। বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি বৃক্ষ রোপন করছে সামাজিক সংগঠনগুলোও। তারাই অংশ হিসেবে উপজেলার ক্রীড়া ও সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন আনন্দ সংঘ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেন।

শুক্রবার (২৪ জুলাই) উপজেলার মায়ানী ইউনিয়নের আনন্দর হাট এলাকায় বিভিন্ন জাতের ফলজ ঔষধিসহ বিভিন্ন ধরনের গাছের চারা রোপন ও বিতরণ করেন সংগঠনের সদস্যরা।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ১৩ নং মায়ানী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান।

এছাড়াও উপস্থিত ছিলেন আনন্দ সংঘের সভাপতি এনায়েত উল্লাহ, সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেনসহ আনন্দ সংঘের সদস্যবৃন্দ।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন