৩০ অক্টোবর ২০২৫

মিরসরাইয়ে আসছে শাহজালাল ইসলামী ব্যাংক’র নতুন শাখা

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের নতুন একটি শাখার কার্যক্রম ইতিমধ্যে শুরু হবে।

শাখার ডেপুটি ম্যনেজার জিয়াউল হক জিল্লু বলেন, আন্তরিক সেবাই আমাদের শক্তি। মিরসরাইকে শরিয়াহ ভিত্তিক সেবা দিতেই এই শাখার যাত্রাশুরু হচ্ছে। এখানে অনলাইনের মাধ্যমে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা আদান-প্রদান ও আর্কষনীয় মুনাফায় আমানত সংগ্রহ করা হবে।

সদ্য যোগদানকারী ম্যনেজার মোঃ শরিফুল ইসলাম জানায়, আধুনিক ব্যংকিং এর সকল সুবিধা গ্রাহক একই ছাদের নিচে পাবেন। অনলাইন ব্যাংকিং, মাসিক মুনাফা প্রকল্প, লাখপতি স্কিম, হজ্ব স্কিমসহ আকর্ষণীয় মুনাফায় স্বল্প ও দীর্ঘমেয়াদী ডিপোজিট স্কিম, তুলনামূলক কম রেটে বিনিয়োগ সুবিধা, ইন্টারনেট ব্যাংকিং ও দুই শতাংশ নগদ প্রনোদন সুবিধাসহ রেমিটেন্স সংগ্রহে অত্যন্ত আন্তরিক সেবা গ্রহন করতে পারবেন গ্রাহকেরা।

তিনি আরো বলেন, ঠিকাদারদের জন্য সহজে ইজিপি সহায়তা ও প্রয়োজনীয় বিনিয়োগ সুবিধা প্রদান। সাথে থাকছে স্কুল কলেজের শির্ক্ষাথীর জন্য বিনা খরচে হিসাব খোলা ও বিনামূল্য এটিএম কার্ড সুবিধা।

বাংলাধারা/এফএস/টিএম/এসএস

আরও পড়ুন