৩০ অক্টোবর ২০২৫

মিরসরাইয়ে ইয়াবাসহ দম্পতি গ্রেফতার

চট্টগ্রামের মিরসরাইয়ে ১০১০ পিস ইয়াবাসহ পুলিশের হাতে ধরা পড়লো স্বামী-স্ত্রী। শুক্রবার (২২ডিসেম্বর) রাতে উপজেলার বারইয়ারহাট পৌরবাজারের জোবেদা ফার্মেসীর সামনে থেকে তাদের আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন- গাইবান্ধা পৌর সদরের তিন গাছের তল পাড়া এলাকার মাসুদ রানার ছেলে জিয়াউর রহমান প্রকাশ জীবন (২৫) ও তার স্ত্রী স্বপ্না খাতুন (২২)।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন জানান, জোরারগঞ্জ থানা এলাকাকে মাদক মুক্ত করার লক্ষ্যে বারইয়ারহাট পৌরবাজারে বিশেষ অভিযান পরিচালনা করে সন্দেহভাজন দুজনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ১০১০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। তিনি আরো জানান, তারা স্বামী-স্ত্রী পরিচয় দিয়েছে। কক্সবাজার থেকে ইয়াবাগুলো নিয়ে বারইয়ারহাট আসে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় একটি মামলা (নং-১৫) দায়ের করা হয়েছে।

আরও পড়ুন