২৯ অক্টোবর ২০২৫

মিরসরাইয়ে ইয়াবাসহ আটক ১ জন

বাংলাধারা ডেস্ক »

মিরসরাইয়ে ২ হাজার ৫০ পিস ইয়াবাসহ মাহবুবুল আলম (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মাহবুবুল আলম বগুড়া জেলার কাহালু থানার সারাই এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে।

আজ (৮ জুন) সকাল ১১ টার দিকে উপজেলার গাছবাড়িয়া এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে তাকে আটক করা হয়।

মিরসরাই থানার ওসি কবির হোসেন গণমাধ্যমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গাছবাড়িয়া এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অভিযান চালিয়ে মাহবুবুল আলম নামের ব্যক্তিকে ২ হাজার ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে নিয়মিত মামলা দায়ের করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন