২৩ অক্টোবর ২০২৫

মিরসরাইয়ে উত্তর চট্টগ্রামের সর্বপ্রথম ডায়াবেটিক ফুট কেয়ার অ্যান্ড পেইন রিহ্যাবিলিটেশন সেন্টার উদ্বোধন

মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভার বিএম হাসপাতালে স্পেশাল ইউনিট ডায়াবেটিক ফুট কেয়ার অ্যান্ড পেইন রিহ্যাবিলিটেশন সেন্টার চালু হয়েছে। সোমবার রাতে এই স্পেশাল ইউনিটের সেবা চালু হয়। স্পেশাল ইউনিটের উদ্বোধন উপলক্ষে অর্ধশতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়।

এই ইউনিটের প্রধান সেবাসমূহের মধ্যে রয়েছে ক্ষত চিকিৎসা, ডিব্রাইডমেন্ট, ডায়াবেটিক ফুট ম্যানেজমেন্ট (সংক্রমণ প্রতিরোধ ও টিস্যু রিপেয়ার), রক্তনালীর সমস্যার সমাধান: স্টেম সেল দিয়ে রক্তনালি তৈরি করে অঙ্গহানি প্রতিরোধ, ইসকেমিক আলসারের জন্য মেডিকেল ও লাইফস্টাইল ম্যানেজমেন্ট। জয়েন্ট পেইন ম্যানেজমেন্ট: পিআরপি থেরাপি, প্রাকৃতিক উপায়ে কার্টিলেজ রিপেয়ার ও ব্যথা কমানো। স্টেম সেল থেরাপি: জয়েন্ট ড্যামেজ, লিগামেন্ট ইনজুরি ও টিস্যু রিজেনারেশনে কার্যকর। স্কিন রিজেনারেশন: পিআরপি/স্টেম সেল দ্বারা ট্রিটমেন্ট, বার্ন রিকভারি। পুরুষাঙ্গের শিথিলতা নিরাময়।

এই স্পেশাল ইউনিটে চিকিৎসা প্রদান করবেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক ডা. আশরাফুল হক, ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোন রোগ বিশেষজ্ঞ ডা. মাহমুদুল হাসান মাহাদী, জেনারেল ও ল্যাপারোস্কপিক সার্জন ডা. বলরাম পাল এবং অর্থোপেডিক্স ও বাতব্যথা বিশেষজ্ঞ ও সার্জন ডা. মাহমুদুল হাসান।

বিএম হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. ওসমান গনি ভূঁইয়া রাহাত বলেন, “এই হাসপাতাল চালুর শুরু থেকে উত্তর চট্টগ্রামের বিশেষায়িত সেবাগুলো প্রদানের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করে আসছি।

আমাদের এনআইসিইউ সেবার মাধ্যমে এই অঞ্চলের মানুষ খুবই উপকৃত হয়েছে। আমরা চেষ্টা করছি এখানকার মানুষ যেন বিএম হাসপাতালে হাতের নাগালে সব ধরনের সেবা পায়।

তারই ধারাবাহিকতায় স্পেশাল ইউনিট ডায়াবেটিক ফুট কেয়ার অ্যান্ড পেইন রিহ্যাবিলিটেশন সেন্টার চালু করা হয়েছে। আমরা বিশ্বাস করি এই সেবার মাধ্যমে এতদ অঞ্চলের মানুষ মানসম্মত সেবা পাবে। এটি উত্তর চট্টগ্রামের সর্বপ্রথম।”

আরও পড়ুন