২৪ অক্টোবর ২০২৫

মিরসরাইয়ে উদয়ন মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ

চট্টগ্রামের মিরসরাইয়ে স্বর্ণপদকপ্রাপ্ত স্বেচ্ছাসেবী সংগঠন করেরহাট উদয়ন ক্লাব আয়োজিত উদয়ন মেধাবৃত্তির পুরস্কার, সনদপত্র বিতরণ, প্রতিবন্ধীদের আর্থিক অনুদান প্রদান, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

রবিবার (২৪ ফেব্রুয়ারি) দিনব্যাপী এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিকেলে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন চেয়ারম্যান।

উদয়ন ক্লাবের সভাপতি ছালেহ আহম্মদ ডিপটির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন এবং দিদারুল আলমের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, বারইয়ারহাট পৌর বিএনপির আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী, উপজেলা বিএনপির সদস্য সিরাজুল হক, করেরহাট ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রেজাউল করিম, সদস্য সচিব এয়াছিন মিজান, করেরহাট ইউনিয়ন জামায়াতের আমির ফখরুল আলম, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জহির উদ্দিন বাবলু, আবুল হোসেন বাবলু, রেজাউল করিম নোমান।

এ সময় আরও বক্তব্য রাখেন উদয়ন ক্লাবের সহ-সভাপতি ফজলুল মুরাদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদয়ন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জানে আলম, সাধারণ সম্পাদক শওকত আলী, সাবেক সহ-সভাপতি দিলীপ কুমার বণিক, ইউনিয়ন জামায়াতের সাবেক সেক্রেটারি আসাদুল্লাহ, বিএনপি নেতা এমরান হোসেন শামীম, ক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মাকসুদ আলম শাহীন, সহ-সভাপতি এস.এম. ফারুক হোসেন মামুন, সহ-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ক্রীড়া সম্পাদক জিয়া উদ্দিন, শিক্ষা ও সাহিত্য সম্পাদক ফরহাদ হোসেন, সাংস্কৃতিক সম্পাদক নুরুল করিম রুবেল, কার্যকরী পরিষদ সদস্য নাজিম উদ্দিন, দিদারুল আলম, আব্দুর রহমান বিশ্বাস, মিজান উদ্দিন।

আরও পড়ুন