মিরসরাইয়ে ১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ১,২০০ মিটার চরঘেরা জাল জব্দের পর ধ্বংস করেছে মৎস্য বিভাগ। সোমবার (১০ ফেব্রুয়ারি) উপজেলার বঙ্গোপসাগরের সন্দ্বীপ চ্যানেলের সাহেরখালী ঘাট এলাকায় চালানো কম্বিং অপারেশনে এসব জাল জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান। এতে সহযোগিতা করেন কোস্টগার্ড সদস্যরা।
এ বিষয়ে সিনিয়র মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান বলেন, “আজকের অভিযানে ১,২০০ মিটার চরঘেরা জাল জব্দ করা হয়। এসব জালের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৮০ হাজার টাকা। পরে জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।”
প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি বঙ্গোপসাগরের সন্দ্বীপ চ্যানেল এলাকায় অভিযান চালিয়ে তিনটি বেহুন্দি জাল ও একটি চরঘেরা জাল জব্দ করা হয়েছিল। এসব জালের আনুমানিক বাজারমূল্য ছিল ১ লাখ ৮০ হাজার টাকা। পরে ৩০০ মিটার জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।