মিরসরাই প্রতিনিধি »
মিরসরাইয়ে এক রাতে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে পৃথক চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাত ২ টা থেকে সাড়ে ৩টার মধ্যে উপজেলার মিঠানালা ইউনিয়নের মলিয়াইশ উচ্চ বিদ্যালয় ও সুফিয়া মাধ্যমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটে। চুরির ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক।
জানা গেছে, গত ২০ থেকে ২৫ দিন মলিয়াইশ এলাকায় বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ও একটি ব্যাংকে চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনায় তখন মিরসরাই থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছিল।
সুফিয়া মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল পারভেজ বলেন, বৃহস্পতিবার রাতে চোরের দল বিদ্যালয়ের অফিস কক্ষ, শেখ রাসেল ডিজিটাল ল্যাব ও মুজিব কর্ণারের তালা ভাংচুর করে ভিতরে প্রবেশ করে। এইসময় চোরের দল একটি তোশিবা ল্যাপটপ, নগদ ৪০/৪৫ হাজার টাকা এবং আলমারির তালা ভেঙে গুরুত্বপূর্ণ কাগজপত্র এলোমেলো করে ফেলে দিয়ে চলে যায়।
অন্যদিকে মলিয়াইশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন বলেন, বৃহস্পতিবার রাত ২ টা থেকে সাড়ে ৩ টার মধ্যে চোরের দল মুখোশ পরে স্কুলের পশ্চিম পাশ্ব দিয়ে ভিতরে প্রবেশ করে। স্কুলের অফিস কক্ষের তালা ভেঙ্গে ৪ থেকে ৫ টি আলমিরার তালা ভেঙ্গে জিনিসপত্র এলোমেলো করে ফেলে রাখে। এসময় তারা নগদ ৬০ হাজার টাকা, একটি ল্যাপটপ কম্পিউটার, একটি হ্যান্ডসেট মোবাইলসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে যায়।
তিনি আরও বলেন, সিসিটিভি ফুটেজে দেখা গেছে ৩ থেকে ৪ জন লোক মুখোশ পুরে চুরি করতে দেখা গেলেও স্কুলের নৈশ্য প্রহরীকে কোথাও দেখা যায়নি। শুক্রকবার সকালে অফিস সহকারী স্কুলে এসে দেখেন অফিসের দরজা খোলা, ভিতরের আলমীরার তালা ভাঙ্গা এবং জিনিসপত্র এলোমেলো দেখে বিষয়টি আমাকে জানালে সাথে সাথে বিষয়টি আমি মিরসরাই থানা পুলিশকে অবহিত করি। কিন্তু শুক্রবার বিকাল ৫ টা পর্যন্ত নৈশ্য প্রহরী আমাকে কিছু জানায়নি এবং কি সে স্কুলের বাইরে ঘুরতেছে। চুরির ঘটনায় আমরা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, খবর পেয়ে আমি দুটি স্কুল পরিদর্শন করে এসেছি এবং সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তবে রাতে মলিয়াইশ স্কুলের স্কুলের নৈশ্য প্রহরীকে কোথাও দেখা যায়নি।
তিনি আরও বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। আশা করছি, খুব শীঘ্রই চোরদের আটক করতে সক্ষম হবো।
উপজেলার মিঠানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম বলেন, ‘এই ঘটনা খুবই উদ্বেগজনক। এর আগেও বিভিন্ন শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠানেও চুরির ঘটনা ঘটেছে। সিসি টিভির ফুটেজ দেখে এসব ঘটনায় জড়িতদের চিহ্নিত করে তাদের দ্রুত গ্রেফতার করার জন্য প্রশাসনকে বলা হয়েছে।’