২৪ অক্টোবর ২০২৫

মিরসরাইয়ে এসএসসি ও দাখিল পরিক্ষায় জিপিএ-৫ দের সংবর্ধনা দিচ্ছে এস রহমান ট্রাস্ট

মিরসরাই প্রতিনিধি»

চট্টগ্রামের মিরসরাই উপজেলার এসএসসি ও দাখিল পরিক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দিচ্ছে এস রহমান ট্রাস্ট।

আগামী ১ মার্চ (মঙ্গলবার) সকালে উপজেলার ধুম ইউনিয়নে অবস্থিত মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজ মাঠে উপজেলার প্রায় ৩৪০ জন শিক্ষার্থীদের এই সংবর্ধনা দেওয়া হবে।

ওইদিন কলেজ মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের উদ্বোধন করবেন মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজ ও এস রহমান ট্রাস্টের সভাপতি সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।

মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সোহরাব হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ও আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেল।

অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির বড় ছেলে সাবেদুর রহমান সমু।

মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. সোহরার হোসেন বলেন, প্রতি বছরের ন্যায় এইবার মিরসরাই উপজেলার এসএসসি ও দাখিল পরিক্ষায় জিপিএ-৫ পাওয়া প্রায় ৩৪০ জন শিক্ষার্থীকে নগদ টাকা, ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হবে।

আরও পড়ুন