২৩ অক্টোবর ২০২৫

মিরসরাইয়ে কথাকাটির জেরে গৃহবধূর আত্মহত্যা

চট্টগ্রামের মিরসরাইয়ে কথাকাটির জেরে মনোয়ারা বেগম (৫০) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (৫ আগস্ট) রাত সাড়ে ১০টায় মিরসরাই সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মধ্যম তালবাড়ীয়া এলাকায় এই ঘটনা ঘটে। মনোয়ারা বেগম ওই এলাকার মোখলেছুর রহমানের স্ত্রী।

মিরসরাই থানা পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় গৃহপালিত গবাদি পশুকে খড় দেওয়া নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটির জেরে এক পর্যায়ে বসতঘরের তীরের সাথে রশি বেঁধে গলায় ফাঁস নেন মনোয়ারা বেগম।

অনেকক্ষণ হয়ে যাওয়ায় রুমের দরজা না খোলায় মনোয়ারা বেগমের স্বামী মোখলেছুর রহমান ও তার ছেলে-মেয়েরা দরজা ভেঙে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. মো. জুবাইয়ের বলেন, মঙ্গলবার রাতে মনোয়ারা বেগম (৫০) নামে এক নারীকে পরিবারের লোকজন হাসপাতালে নিয়ে আসেন।

পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে। তবে ওই নারীর নাক দিয়ে রক্ত বের হয়েছে। পরিবারের লোকজন দাবি করছেন, গলায় ফাঁস দিয়ে ওই নারী আত্মহত্যা করেছেন।

মিরসরাই থানার সেকেন্ড অফিসার শরিফুল ইসলাম বলেন, মনোয়ারা বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্টে দেখা যায়, তার নাক দিয়ে রক্ত বের হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন