চট্টগ্রামের মিরসরাইয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় সোহেল রানা (২৪) নামের এক খণ্ডকালীন স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। রোববার (১৬ জুলাই) সকালে উপজেলার বারইয়ারহাট পৌরবাজারের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেইনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সোহেল রানা নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার দক্ষিণ নয়নপুর এলাকার মো. সোহাগ মিয়ার পুত্র। সে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকায় তার বাবার সাথে থাকতেন।
নিহত সোহেল রানার পিতা সোহাগ মিয়া বলেন, আমার ছেলে একজন কোরআনে হাফেজ এবং কুমিরা এলাকায় একটি বেসরকারি স্কুলে খণ্ডকালীন শিক্ষকতা করতো। এখানে আমার চাকরি সূত্রে ছেলে আমার সাথে থাকতো। শুক্রবার চট্টগ্রামের হাটহাজারীতে একটি চাকরির সাক্ষাৎকার দিতে গিয়েছিলো আমার ছেলে। রাত দশটায় ছেলের সাথে মোবাইলে কথা বলার সময় আমাকে জানিয়েছিল সকালে কুমিরার বাসায় এসে পৌঁছাবে। এরপর আর কথা হয়নি ছেলের সাথে। তার আর বাসায় আসা হলোনা। ছেলেকে নিয়ে আমার সব স্বপ্ন শেষ হয়ে গেছে।
জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল সরকার বলেন, রোববার সকালে বারইয়ারহাট পৌরবাজারে মহাসড়কে সম্ভবত বাসে উঠার জন্য অপেক্ষা করার সময় পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির কাভার্ডভ্যান সোহেল রানাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে লাশ উদ্ধার করে পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কাভার্ডভ্যানটি পুলিশ হেফাজতে রয়েছে।












