৯ ডিসেম্বর ২০২৫

মিরসরাইয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় নারীর মৃত্যু

মিরসরাইয়ে দ্রুতগতির একটি কাভার্ডভ্যানের চাপায় শাহীন বেগম (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী অংশের বড়দারোগারহাট উত্তর বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কাভার্ডভ্যানটি ওই নারীকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যায়।

নিহত শাহীন বেগম চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার পালিছড়া গ্রামের মো. জাহাঙ্গীরের স্ত্রী। স্বামী ও সন্তানদের সঙ্গে তিনি দীর্ঘদিন ধরে বড়দারোগারহাট ব্রিকফিল্ড এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

নিহত শাহীন বেগমের স্বামী মো. জাহাঙ্গীর বলেন, ‘প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে আমার স্ত্রী পায়ে হেঁটে মহাসড়কের পূর্বপাশ দিয়ে বড়দারোগারহাট বাজারে কর্মস্থলের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এসময় চট্টগ্রামমুখী দ্রুতগতির একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি একটি ওষুধ কোম্পানিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।’

কুমিরা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির রব্বানী বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করেছি। দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি মহাসড়কের পাশে কৃষিজমিতে পড়ে যায়। সেটি উদ্ধারের প্রক্রিয়া চলছে। তবে চালক ও তার সহকারী দুর্ঘটনার পর পালিয়ে গেছে।’

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ