২৩ অক্টোবর ২০২৫

মিরসরাইয়ে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

চট্টগ্রামের মিরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নে গলায় ফাঁস দিয়ে মো. ইউসুফ মিয়া (৩৫) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

রবিবার (১৯ অক্টোবর) ভোররাত ৫টার দিকে নিজ বাড়ির রান্নাঘরে রশি পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন।

নিহত ইউসুফ মিয়া মায়ানী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পূর্ব মায়ানী গ্রামের ছেরু হাফেজ বাড়ির মো. খুরশিদ আলমের বড় ছেলে।

নিহতের চাচী খালেদা আক্তার জানান, ইউসুফ কিছুদিন ধরে মানসিকভাবে অস্থির ছিলেন। শনিবার রাতে তিনি ঘুমাতে যান, ভোরে সবাই ঘুম থেকে উঠলেও কিছুক্ষণ পর সবার অগোচরে রান্নাঘরের চালের বাঁশে রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরে দরজা খুলে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পরিবারের সদস্যরা চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসে।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।

পরিবার জানিয়েছে, ইউসুফ মানসিক সমস্যায় ভুগছিলেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পরিবারের অনুরোধে লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন