১ ডিসেম্বর ২০২৫

মিরসরাইয়ে চলন্ত গাড়ির পেছনে পিকআপের ধাক্কায় ব্যবসায়ী নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে চলন্ত গাড়ির পেছনে ফল ও সবজি বোঝাই একটি পিকআপ ভ্যানের ধাক্কায় একজন ব্যবসায়ী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন।

নিহত ব্যবসায়ীর নাম মোহাম্মদ শফিউল (৪০), তিনি কক্সবাজারের রামু উপজেলার বাসিন্দা। আহত লোকমান হাসেম (৩৬) বরিশালের পিরোজপুর জেলার বাসিন্দা।

শনিবার (২৯ নভেম্বর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিজামপুর উত্তর বাইপাসের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, তারা ব্যবসার উদ্দেশ্যে ঢাকা থেকে আনারস, পেঁপে ও কাঁচামরিচ নিয়ে চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন। ভোরে মিরসরাই অতিক্রম করার সময় নিজামপুর এলাকায় চলন্ত গাড়ির পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয় পিকআপটি। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ব্যবসায়ী শফিউল মারা যান।

মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আহামেদ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ পরিচালনা করি। একজনকে জীবিত ও একজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, “মহাসড়কে ঘুম নিয়ে গাড়ি চালানোর কারণে দুর্ঘটনা দিন দিন বাড়ছে।”

কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রব্বানী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। ফায়ার সার্ভিসের সহযোগিতায় উদ্ধার কাজ শেষে মরদেহ থানায় আনা হয়। পরিবারের আবেদনের পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। বেপরোয়া গতি ও ঘুমঘুম চোখে গাড়ি চালানো বর্তমানে দুর্ঘটনার অন্যতম কারণ বলেও তিনি মন্তব্য করেন।

আরও পড়ুন