২৩ অক্টোবর ২০২৫

মিরসরাইয়ে ছাত্রলীগ ও যুবলীগ কর্মীদের ওপর হামলার প্রতিবাদে মানবন্ধন

মিরসরাই প্রতিনিধি »

চট্টগ্রামের মিরসরাইয়ে কথা কাটাকাটির জেরে ছাত্রলীগ-যুবলীগ কর্মীর উপর হামলার প্রতিবাদে মানবন্ধন করেছে মিরসরাই কলেজের সাধারণ শিক্ষার্থী ও সাধারণ জনতা।

মঙ্গলবার (৭ মার্চ) দুপুর দেড়টায় উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে এই মানবন্ধন অনুষ্ঠিত হয়।

উক্ত মানবন্ধনে শাহরিয়া নাজিম উদ্দিন নয়ন ও সাইদুল ইসলাম শাকিল এর নেতৃত্বে মিরসরাই কলেজের বিপুল সংখ্যক সাধারণ শিক্ষার্থী ও সাধারণ জনতা অংশগ্রহণ করেন।

এতে বক্তব্য রাখেন মিরসরাই কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিয়া মো. পারভেজ, পৌরসভা যুবলীগ নেতা শেখ মোমিন ও যুবলীগ নেতা সাদেক হোসেন।

এই সময় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মুজিবুর রহমান, ফয়সাল আহম্মেদ, ফখরুল ইসলাম, সাইমুন জিতু, রাফি, আরাফাত, অহিদ,আশরাফ, শাহিন, আলিফসহ প্রমুখ।

এতে বক্তারা বলেন, গত রবিবার রাত সাড়ে ১০ টায় মীরসরাই পৌরসভার স্টেডিয়াম মজুমদার ষ্টোরে সামনে ন্যাক্কার জনক ভাবে মধ্যযুগীয় কায়দায় চিহ্নিত সন্ত্রাসীরা যুবলীগ কর্মী রাসেল (২৮), মিরসরাই কলেজ ছাত্রলীগ কর্মী আব্দুল্লাহ আল আরমান (২০), আব্দুর রহমান শুভ (২০) ও ইমাম (২২) উপর হামলায় গুরুতর আহত হয়। বর্তমানে তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

উক্ত ঘটনায় মিরসরাই থানায় লিখিত অভিযোগ করার পরও এখনো পর্যন্ত সবাইকে গ্রেফতার না হওয়ায় তার ক্ষোভ প্রকাশ করেন। অবিলম্বে অভিযুক্ত সকল আসামীকে গ্রেফতার পুর্বক আইনের আওতায় না নিলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন।

আরও পড়ুন