৬ নভেম্বর ২০২৫

মিরসরাইয়ে জমি নিয়ে বিরোধ, যুবককে কুপিয়ে জখম

মিরসরাই প্রতিনিধি »

মিরসরাইয়ে জমি বিরোধের জেরে আনোয়ার হোসেন লিটন (৪১) নামে একজনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের ওপর। মঙ্গলবার (২৫ এপ্রিল) সকালে উপজেলার মিঠানালা ইউনিয়নের পশ্চিম মিঠানালা এলাকার আমজাদ ভূঁইয়া বাড়ির সামনে এই ঘটনা ঘটে।

আহত অবস্থায় পরিবারের স্বজনরা তাকে উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মাস্তানগর হাসপাতালে ভর্তি করায়। তার অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আহত লিটন ইউনিয়নের আমজাদ ভূঁইয়া বাড়ির আবুল বশরের ছেলে। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছি।

লিটনের আত্মীয় মো. রাসেল নিজাম জানান, দীর্ঘদিন ধরে একই এলাকার আবুল হাসেমের ছেলে নিজাম উদ্দিননের পরিবারের সাথে জায়গা জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। এই ঘটনায় একাধিক সালিশি বৈঠক হয়েছে। ঘটনার দিন সকালে আনোয়ার হোসেন লিটন পারিবারিক কাজে দোকানে যাচ্ছিলো। এসময় আগে থেকে ওৎ পেতে থাকা নিজাম উদ্দিন ও তার অপরাঅপর ভাইয়ের তার উপর চুরি ও লাঠি দিয়ে অতির্কিতভাবে হামলা চালাই। তারা চুরি দিয়ে তার মাথায় কুপিয়ে জখম করে। ছেলেকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন লিটনের বাবা আবুল বশর। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়ে বাড়িতে আছেন।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক তন্ময় জামশেদ আলম বলেন, সকালে আনোয়ার হোসেন লিটন নামে আহত এক ব্যক্তি এসেছিলো। অবস্থায় গুরুত্বর হওয়ার তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তার মাথায় এবং কানে আঘাতের চিহ্ন রয়েছে।

মিরসরাই থানার ডিউটি অফিসার এসআই মাঈন উদ্দিন বলেন, এই ঘটনায় থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ