জলবায়ু সহিষ্ণু স্মার্ট শহর প্রতিষ্ঠার জন্য স্থানীয় জনগোষ্ঠীর অভিযোজন পরিকল্পনা প্রকল্পের আওতায় মিরসরাই পৌর এলাকার তিনটি ওয়ার্ড পর্যায়ে জলবায়ু বিপদাপন্নতা ঝুঁকি নিরূপণ, জলবায়ু ঝুঁকি প্রোফাইলিং ও স্থানীয় নেতৃত্বাধীন অভিযোজন পরিকল্পনার ভেলিডেশন সম্পন্ন হয়েছে।
গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশন এর অর্থায়নে এবং সেভ দ্য চিলড্রেন এর কারিগরি সহযোগিতায় ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা) কর্তৃক আয়োজিত ভেলিডেশন কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভা প্রধান সহকারী মো: সাইফুল ইসলাম, কর নির্ধারক মাকসুদুর রহমান, প্রোজেক্ট কো-অর্ডিনেটর অরুন দর্শী চাকমা, সেভ দ্য চিলড্রেন এর প্রোজেক্ট অফিসার মিজানুর রহমান, ইপসা’র ফিল্ড অফিসার মো: জাবেদুর রহমান, ফজল করিম ও শিহাব উদ্দিন সিদ্দিক।
এ কর্মসূচিতে মিরসরাই পৌরসভার ৫, ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ৯টি নিম্ন আয়ের মানুষের সমস্যা ও সমাধানের পরিকল্পনা করা হয়।