২৩ অক্টোবর ২০২৫

মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারী নিহত

কালুরঘাটে টেম্পুচাপায় প্রাণ গেল কলেজছাত্রীর বাকঁখালী

মিরসরাই প্রতিনিধি »

মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারী (৬০) নিহত হয়েছেন। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় ঢাকা-চট্টগ্রাম রেললাইনের উপজেলার বারইয়ারহাট পৌরসভার কাঠ মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চিনকী আস্তানা রেল স্টেশনের স্টেশন মাস্টার মো. সিরাজুল ইসলাম জানান, স্থানীয়রা শুক্রবার সকালে ট্রেনে কাটা পড়ে এক নারী নিহত হওয়ার খবর দেয়। বিষয়টি আমি জিআরপি পুলিশকে অবহিত করেছি।

রেলওয়ে পুলিশ (জিআরপি) সীতাকুণ্ড ফাঁড়ির উপ-পরিদর্শক মো. খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকাগামী চট্টলা অথবা বিজয় এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মহিলাটির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, রেল লাইন পার হওয়ার সময় হঠাৎ ট্রেন চলে আসাতে তিনি দিগবিদিক ছুটোছুটি করে ট্রেনে কাটা পড়েন। দুর্ঘটনার পরপর লাশ স্বজনরা নিয়ে যাওয়াতে পরিচয় পাওয়া সম্ভব হয়নি।

আরও পড়ুন