২৪ অক্টোবর ২০২৫

মিরসরাইয়ে ত্রিপুরা শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, যুবদল নেতা বহিষ্কার

চট্টগ্রামের মিরসরাইয়ে ত্রিপুরা সম্প্রদায়ের নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত যুবদল নেতা মো. আবুল কাশেমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (১১ মে) বিকেলে উপজেলার করেরহাট ইউনিয়নের কয়লা এলাকায় এই ঘটনা ঘটে। সোমবার ভিকটিমের মা জোরারগঞ্জ থানায় অভিযোগ দায়ের করলে তা মামলা হিসেবে গ্রহণ করা হয়।

অভিযুক্ত আবুল কাশেম (৩৮) করেরহাট ইউনিয়নের কয়লা মধ্যম টিলা এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে। তিনি স্থানীয় যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।

পরিবারের অভিযোগ, প্রাইভেট পড়ে ঘরে ফিরে রান্না করছিল কিশোরী। এসময় স্থানীয় আবুল কাশেম পানি চাওয়ার অজুহাতে ঘরে ঢুকে কুপ্রস্তাব দেন এবং জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তিনি মোটরসাইকেলে পালিয়ে যান।

থানায় অভিযোগ করতে গেলে স্থানীয় কয়েকজন লোক ভুক্তভোগী পরিবারকে বাধা দেয় এবং সালিশি আশ্বাস দেয়। পরে সোমবার থানায় গিয়ে মামলা করেন কিশোরীর মা।

ঘটনার পর যুবদল জোরারগঞ্জ থানা শাখা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, আবুল কাশেমকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, “সংগঠনের শৃঙ্খলা বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাকে বহিষ্কার করা হয়েছে এবং তার দায় দল নেবে না।”

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, “ঘটনার পরপরই আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠাই। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। মামলাটি রেকর্ড করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।”

তদন্তসাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ প্রশাসন।

এআরই/বাংলাধারা

আরও পড়ুন