২ নভেম্বর ২০২৫

মিরসরাইয়ে দেড় লক্ষ গাছের চারা বিতরণ

‘গাছ লাগাই পরিবেশ বাচাই, সবুজে সাজাই মিরসরাই’ এ শ্লোগানে মিরসরাইয়ে ১ লক্ষ গাছের চারা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকালে জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।

উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিনের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন, আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেল, জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শ্যামল দেওয়ানজী, জেবি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুভাষ সরকার, জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কামরুল হাসান।

এসময় উপস্থিত ছিলেন, মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান, চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) মো. মনিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন শান্তিনীড় সভাপিত আশরাফ উদ্দিন সোহেল, দুর্বার প্রগতি সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান সাইফ উদ্দিন ও মধ্যম আমবাড়িয়া যুব সংঘের আলতাফ হোসেন।

গাছের চারা নিতে আসা জেবি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী ইমরান খান জিসান বলেন, একসাথে এতোগুলো গাছের মধ্যে থেকে আমরা প্রচন্দ মতো গাছের চারা নিতে পেরে আমি অনেক আনন্দিত। আমাদের মিরসরাই উপজেলা প্রশাসনকে এমন আয়োজনের জন্য ধন্যবাদ জানাচ্ছি।
গাছের ছারা নিতে আসা মুমতাহিনা চৌধুরী মিম, প্রাপ্তি ও পূজা বলেন, আমরা সকল সহপাঠিরা মিলে আমাদের প্রচন্দ মতো গাছের চারা নিয়েছি। গাছ আমাদের অক্সিজেন দে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। শ্বাস নেওয়ার জন্য যা প্রয়োজন তা আমরা গাছ থেকে পাই।
এছাড়াও সৌপ্তি, রনি, অর্পা, সরনাথ, আল সাবাব চৌধুরীসহ একাধিক শিক্ষার্থী গাছের চারা পেয়ে খুবই খুশি।

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেন, আমাদের ভবিষৎ প্রজন্মকে নিরাপদ রাখতে প্রচুর পরিমাণ গাছ লাগাতে হবে। তাই চট্টগ্রাম জেলা প্রশাসক ২৩ লাখ চারা লাগানোর যে উদ্যোগ নিয়েছে আমি তাকে স্বাগত জানাই।

এসময় উপজেলার ১৯টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে আম, জাম, জাম্বুরা, কাঁঠাল, লিচু, আমড়া, পেয়ারা, মাল্টাসহ ফলজ, বনজ ও ঔষধি গাছের প্রায় এক লাখ গাছের চারা বিতরণ করা হয়।

প্রসঙ্গত, গত ১ আগস্ট উপজেলার করেরহাট ও হিঙ্গুলী ইউনিয়নের স্কুল-কলেজের শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে ৭৫ হাজার গাছের চারা বিতরণ করা হয়।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ