২৩ অক্টোবর ২০২৫

মিরসরাইয়ে ধুম ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা

দল থাকলেই আমাদের অস্তিত্ব টিকে থাকবে- নুরুল আমিন

দল থাকলেই নেতাকর্মীদের অস্তিত্ব টিকে থাকবে। দলই যদি না থাকে আমাদের অস্তিত্ব সংকটে পড়তে হবে। সুতরাং দলের হাই কমান্ডের নির্দেশনায় মানুষের দুয়ারে দুয়ারে যেতে হবে। ধানের শীষে ভোট চাইতে হবে। আমাদের নেতা তারেক রহমানের ঘোষিত ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। একশ্রেণির অসাধু লোক অবৈধ বালু উত্তোলন, গাছ কাটা, মাছ চুরি, চোরাচালান এসবে জড়িত হয়ে দলকে বিতর্কিত করছে। মানুষকে বিভ্রান্ত করছে। তাদের বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

সোমবার (৬ অক্টোবর) সকালে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল আমিনের আয়োজনে উপজেলার ধুম ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

নুরুল আমিন বলেন, আমরা মানুষের সেবা করে দলের নির্দেশনা মেনে বিখ্যাত হতে চাই, খারাপ কাজ করে নয়। গ্রামে গ্রামে ঢুকে পড়তে হবে। নারী, পুরুষ, বৃদ্ধ মানুষের দৌড়-গোড়ায় গিয়ে তাদের কথা শুনতে হবে। গণমানুষের কাছে ৩১ দফার মূল প্রতিপাদ্য নিয়ে উপস্থাপন করতে হবে। সাধারণ জনগণের বিশ্বস্ততা অর্জন করতে হবে। কারণ বিএনপি কৃষক-জনতা, মেহনতি মানুষ তথা গণমানুষের দল। দল যাকেই মনোনয়ন দেবে, ধানের শীষ প্রতীকে তাকে নিয়েই আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো।

এসময় বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আবছার চেয়ারম্যান, ধুম ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম খালেদ হকসাব, সাবেক সদস্য মো. শহীদ উল্লাহ, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শেখ মো. তারিফুল ইসলাম তারেক, সাবেক ছাত্রনেতা আমিনুল হক সাদ্দাম, ধুম ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ইকবাল হোসেন, যুগ্ম আহ্বায়ক রানা, ধুম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোজাম্মেল হোসেন আসিফ, ধুম ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি গোলাম কিবরিয়া মানিক, সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন মুন্না প্রমুখ।

আরও পড়ুন