চট্টগ্রামের মিরসরাইয়ে রাতের আঁধারে পাহাড়ের মাটি কাটায় ইউপি সদস্যসহ তিনজনকে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৯ ফেব্রুয়ারি) রাত২টায় উপজেলার মিরসরাই সদর ইউনিয়নের তালবাড়িয়া এলাকায় রেললাইনের পাশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান অভিযান পরিচালনা করেন।
এ সময় মিরসরাই সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুনকে (৩০) তিন মাসের এবং এক্সেভেটর মালিক মো. মোসলেম উদ্দিন (২৫) ও চালক সোহরাব হোসেনকে (২১) দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্ত আব্দুল্লাহ আল মামুন উপজেলার সদর ইউনিয়নের মধ্যম তালবাড়িয়া এলাকার আবু তাহেরের ছেলে। মো. মোসলেম উদ্দিন ওয়াহেদপুর ইউনিয়নের উত্তর ওয়াহেদপুর গ্রামের মহিউদ্দিনের ছেলে ও সোহরাব হোসেন একই এলাাকার জাফর আহাম্মদের ছেলে।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান জানান, বালুমহাল আইন ৪ ধারা লংঘনের দায়ে ১৫ ধারা মোতাবেক ইউপি সদস্যকে তিনমাসের এবং এক্সেভেটর মালিক এবং চালককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছি। পাহাড় কাটা নিয়ন্ত্রণ করতে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে আছে। অভিযান পরিচালনার সময় মিরসরাই থানা পুলিশ সহযোগিতা করেন। জনস্বার্থে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং প্রয়োজনে আরো কঠোর ব্যাবস্থা নেয়া হবে।













