২৩ অক্টোবর ২০২৫

মিরসরাইয়ে পিকআপ-অটোরিক্সা সংঘর্ষে নিহত ১, আহত ৪

মিরসরাইয়ের চিনকীরহাট এলাকায় একটি বালুবোঝাই পিকআপ ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে এক কিশোর নিহত ও ৪ জন আহত হয়েছেন। শনিবার (১৪ জুন) বিকাল ৩টায় বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়কের আজমনগর স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কিশোরের নাম সাইফুল ইসলাম শাহিন (১৭)। সে কাটাছরা ইউনিয়নের মধ্যম বামনসুন্দর এলাকার বাসিন্দা ও রাজমিস্ত্রীর সহকারী ছিল। আহতরা হলেন একই পরিবারের সিএনজি চালক, জিয়া উদ্দিন বাবলু (৩০), তার স্ত্রী সুমি আক্তার (৩০), ছেলে মানারুল (৩) ও মেয়ে তানিশা (৬)। আহতদের বারইয়ারহাট বিএম হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থা অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সুমি আক্তার ও মানারুলের অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শী আবু সাঈদ খোকনের বর্ণনায়, একটি ব্যাটারিচালিত অটোরিক্সাকে এড়াতে গিয়ে সিএনজি চালিত অটোরিক্সা বিপরীত দিক থেকে আসা পিকআপের সাথে ধাক্কা লাগে। সংঘর্ষের ফলে সিএনজিটি উল্টে যায়। স্থানীয়রা অভিযোগ করেন, মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিক্সা চলাচল বন্ধ না করলে এমন দুর্ঘটনা অব্যাহত থাকবে।

নিহত শাহিনের ভাই রুবেল জানান, তাদের পরিবার শ্বশুরবাড়ি যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়। সিএনজি চালক বাবলু ব্যাটারিচালিত অটোরিক্সাকে এড়াতে গাড়ির নিয়ন্ত্রণ হারান, ফলে পিকআপের সাথে সংঘর্ষ হয়।

বারইয়ারহাট বিএম হাসপাতারের চিকিৎসক ডা. মো. আরিফ নিহত ও আহতদের চিকিৎসার তথ্য নিশ্চিত করেন। জোরারগঞ্জ থানার এসআই মোস্তাকিন হোসেন বলেন, নম্বরবিহীন সিএনজি ও পিকআপটি থানায় আটক করা হয়েছে। মামলা দায়ের করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এআরই/এসএস/বাংলাধারা

আরও পড়ুন