২৫ অক্টোবর ২০২৫

মিরসরাইয়ে পিকআপ চালক খুন

কালুরঘাটে টেম্পুচাপায় প্রাণ গেল কলেজছাত্রীর বাকঁখালী

মিরসরাইয়ে তৌহিদুল ইসলাম খোকন (৩০) নামে এক পিকআপ চালককে খুন করে রেল লাইনে মরদেহ ফেলে গেছে দুর্বত্তরা। নিহত তৌহিদুল ইসলাম খোকন হিঙ্গুলী ইউনিয়নের আজমনগর গ্রামের মৃত হাসেম ড্রাইভারের ছেলে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে হিঙ্গুলী খান সিটি সেন্টারের পূর্বপাশে ঢাকা-চট্টগ্রাম রেল লাইনে মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পরিবারের লোকজন এসে মরদেহ শনাক্ত করে।

হিঙ্গুলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মিজানুর রহমান বলেন, তৌহিদুল ইসলাম খোকনকে খুন করে রেললাইনে ফেলে গেছে। পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলার সহকারি পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) মনিরুল ইসলাম। তিনি জানান, নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তাকে কি কারণে খুন করা হয়েছে, তা তদন্তসাপেক্ষে জানা যাবে।

আরও পড়ুন