২৩ অক্টোবর ২০২৫

মিরসরাইয়ে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে পুকুরে ডুবে সাবিহা তাসনিম (২) ও আড়াই বছর বয়সী ইয়াফি নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মিরসরাই উপজেলার দুর্গাপুর ইউনিয়নের শিকার জনার্দনপুর গ্রামের সুলতান মৌলভী বাড়ির মাজতাব হোসেনের মেয়ে সাবিহা তাসনিম (২) ঘরের পাশে পুকুরের পানিতে ডুবে মারা যায়।

সাবিহার চাচা ইকবাল হোসেন জানান, দুপুরে সবাই ঘরে খেতে বসলে সাবিহাকে না দেখতে পেয়ে এক পর্যায়ে ঘরের পাশের পুকুরে তাকে ভাসতে দেখেন তার মা সাবরিনা আক্তার। তাকে উদ্ধার করে মস্তাননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মধ্যম সোনাপাহাড় গ্রামের প্রবাসী ইমরান হোসেনের আড়াই বছর বয়সী মেয়ে ইয়াফি ঘরের পাশে পুকুরের পানিতে ডুবে মারা গেছে।

ইয়াফির প্রতিবেশী হেলাল উদ্দিন জানান, বৃহস্পতিবার সকাল ১১টায় বসতঘরে ইয়াফিকে না দেখে সবাই খুঁজতে থাকেন। পরে বাড়ির পাশের পুকুরে ইয়াফিকে ভাসতে দেখে উদ্ধার করে মস্তাননগর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জয়া ধর জানান, শিশু সাবিহা ও ইয়াফি পানিতে ডুবে মারা গেছে।

আরও পড়ুন