মিরসরাইয়ে মধ্যরাতে পুলিশ পরিচয়ে অস্ত্রের মুখে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টায় উপজেলার মিঠানালা ইউনিয়নের পূর্ব মলিয়াইশ উকিলটোলা গ্রামে ফয়সাল খান পোল্ট্রি ফার্মে এই ঘটনা ঘটে।
জানা গেছে, ডাকাতদল নিজেদের মিরসরাই থানার পুলিশ পরিচয় দিয়ে দরজা খুলতে বলে। পোল্ট্রি ফার্মের উদ্যোক্তা আরাফাতের জামান রাজু ও ফয়সাল খানকে অস্ত্রের মুখে জিম্মি করে রাখে। এ সময় ডাকাত দল মোটরসাইকেল, মোবাইল, নগদ টাকা, ওয়াইফাই রাউটার, মোবাইল চার্জার, ইয়ারপড, হেডফোন, এটিএম কার্ডসহ নগদ ১৫ হাজার টাকাসহ আরও অনেক গুরুত্বপূর্ণ জিনিস লুট করে নিয়ে যায়। এছাড়া মোবাইলের পিন, পাসওয়ার্ড, এবং এটিএম কার্ড, বিকাশ, নগদ ও রকেট ব্যাংক অ্যাপের পাসওয়ার্ড লিখে নিয়ে গেছে।
ভুক্তভোগী আরাফাতের জামান রাজু বলেন, মিরসরাই থানার একজন উপপরিদর্শক ঘটনাস্থল পরিদর্শন করে মৌখিক বয়ান নিয়েছে। আমাদের প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে থানায় গিয়ে অভিযোগ দিতে বলা হয়েছে।
তবে এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, পুলিশ পরিচয়ে ডাকাতির বিষয়ে কিছুই জানা নেই। খোঁজখবর নিয়ে দেখা হচ্ছে।













