৫ নভেম্বর ২০২৫

মিরসরাইয়ে পৃথক দুর্ঘটনায় দুই নারীর মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় ছালেহা বেগম (৬০) ও লায়লা বেগম সুরমা (৫৫) নামের দুই নারীর মৃত্যু হয়েছে। সোমবার (৩ জুলাই) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার হিঙ্গুলী ইউনিয়ন পরিষদের সামনে ও রবিবার সন্ধ্যায় উপজেলার সোনাপাহাড় এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।

ছালেহা বেগম উপজেলার করেরহাট ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের পশ্চিম জোয়ার এলাকার ফয়েজ ভূঁইয়া বাড়ির মৃত বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকের স্ত্রী। লায়লা বেগম সুরমা কাটাছরা ইউনিয়নের ১নং ওয়ার্ডের তেমুহানী এলাকার বাদশা মেস্তেরী বাড়ির কাতার প্রবাসী জাহাঙ্গীর আলমের স্ত্রী।

উপজেলার করেরহাট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শহীদ উল্ল্যাহ বলেন, সোমবার সকালে ফজরের নামাজ শেষে প্রতিদিনের ন্যায় আজও হাঁটতে বের হয়েছিলেন ছালেহা বেগম। এসময় ঢাকা-চট্টগ্রাম মহসড়কের হিঙ্গুলী ইউনিয়ন পরিষদ অংশে অজ্ঞাত গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তারা স্ব-পরিবারের বারইয়ারহাট পৌরসভা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। সোমবার আছরের নামাজের পর জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

উপজেলার কাটাছরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জাহেদুল ইসলাম বলেন, রবিবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাপাহাড় অংশে সড়ক পারাপারের সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় আহত হন লায়লা বেগম সুরমা। সেখান থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন বলেন, সোমবার সকালে সড়ক দুর্ঘটনায় নিহত ছালেহা বেগমের লাশ পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। রবিবার সন্ধ্যায় সোনাপাহাড় এলাকায় সড়ক দুর্ঘটনার বিষয়ে তিনি অবগত নন বলে জানান।

আরও পড়ুন