প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে সারা দেশের মতো চট্টগ্রামের মিরসরাইয়েও অনুষ্ঠিত হয়েছে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা।
বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিন কাদের, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাকিরুল ফরিদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মেহের আফরোজ, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. দুর্জয় বড়ুয়া, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা তাপস কান্তি বড়ুয়া, এলএফএ মোহাম্মদ রাশেদুল ইসলামসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও সোমাইয়া আক্তার বলেন, “সারা দেশের মতো মিরসরাইতেও প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে এ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় প্রায় ৩০টি স্টল অংশ নিয়েছে।
স্থানীয় নতুন খামারিরা এতে উৎসাহিত হবে এবং এটি দেশের প্রাণিজ আমিষের চাহিদা পূরণে সহায়ক ভূমিকা রাখবে।”













