মিরসরাইয়ের সামাজিক সংগঠন ফেনাপুনী যুব উন্নয়ন সংঘ এর আয়োজনে ও সেবা আধুনিক হাসপাতালের সৌজন্যে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি এবং প্রবাসীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে ফেনাপুনী কমিউনিটি ক্লিনিকে আয়োজিত কর্মসূচিতে প্রায় শতাধিক এলাকাবাসীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
কর্মসূচি শেষে তিন প্রবাসী নজরুল ইসলাম ভুট্টু, আশরাফুল ইসলাম সজিব ও ওয়াজেদ হোসেনকে সংবর্ধনা জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা কামাল উদ্দিন, জাহাঙ্গীর, আবু তাহের, নজরুল ইসলামসহ সভাপতি মোহাম্মদ আকবর হোসাইন, সহ-সভাপতি নাসিম, সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন শিবলু, যুগ্ম সম্পাদক আলাউদ্দিনসহ ক্লাবের অন্যান্য সদস্যরা।
ক্লাবের সভাপতি মোহাম্মদ আকবর হোসাইন বলেন,
“এলাকার মানুষের হাত ধরেই এই ক্লাবের যাত্রা শুরু। শুরু থেকেই সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে আমরা কাজ করছি। মিরসরাইয়ের এই অঞ্চলটি বন্যা ঝুঁকিপূর্ণ হওয়ায় আমরা নিয়মিত ত্রাণ সহায়তা ও অবকাঠামো সংস্কারে কাজ করেছি।
বর্তমানে রক্তের গ্রুপ জানা অত্যন্ত প্রয়োজনীয় বিষয়। তাই শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করে আমরা আনন্দিত। একইসাথে আমাদের প্রবাসী ভাইয়েরা সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তাদের সম্মান জানাতে এই সংবর্ধনা দিতে পেরে আমরা গর্বিত।”