২৩ অক্টোবর ২০২৫

মিরসরাইয়ে বসতঘরে চুরি, সম্পত্তির কাগজপত্র ও স্বর্ণালংকার লুট

মিরসরাইয়ে বসতঘরের দরজার তালা ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। রবিবার (২৮ আগস্ট) দিবাগত রাতের কোনো এক সময় উপজেলার ৪ নম্বর ধুম ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মধ্যম ধুম গ্রামের কফিল উদ্দিন সওদাগার বাড়ির মফিজুর রহমানের ঘরে পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে এই ঘটনা ঘটে।

মফিজুর রহমানের ছেলে নাইমুর রহমান বলেন, “আমরা আমাদের পরিবার নিয়ে শহরে বসবাস করি। গত সোমবার আমার বড় আম্মু আমার আব্বুকে কল দিয়ে বলেন আমাদের বাড়ির মূল গেটের তালা ভাঙা এবং বেলকনির একটি গ্রিল নেই।

তখন আমার পরিবারের সদস্যরা সামনের দরজা খুলে ঘরে প্রবেশ করে দেখেন ঘরের সব জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে। চোর ঘরের সকল তালা ভেঙে ঘরে প্রবেশ করে ৭টি সিলিং ফ্যান, বসতঘরের ১০টি তালা, সকল ওয়াশরুমের পানির কল, বিদেশি পাতিলের সেট ১২টি, ১টি দা, ১টি বটি ও ২ ভরি স্বর্ণালংকার এবং জায়গাজমির সব কাগজপত্র নিয়ে যায়।”

তিনি আরও বলেন, “কয়েক বছর পূর্বেও আমাদের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনায় জোরারগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছি।”

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম. আব্দুল হালিম বলেন, “এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আরও পড়ুন