চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় এক পথচারীর মৃত্যু হয়েছে। রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ বাইপাস এলাকায় সৌদিয়া পরিবহণের একটি বাসের চাপায় মোহাম্মদ ফকির আহম্মদ (৬৫) নামে এক ব্যক্তি নিহত হন।
নিহত ফকির আহম্মদ মিরসরাই পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মোমিনটোলা গ্রামের বাসিন্দা ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় ফকির আহম্মদ মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকামুখী সৌদিয়া পরিবহণের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বোরহান উদ্দিন জানান, নিহতের স্বজনরা লাশ বাড়িতে নিয়ে গেছেন। দুর্ঘটনার জন্য দায়ী বাসটিকে আটক করে থানার হেফাজতে রাখা হয়েছে।