চট্টগ্রামের মিরসরাই উপজেলা বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক কমিটির উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। বুধবার (২৬ মার্চ) বেলা ১১টায় নিজামপুর সরকারি কলেজ শহীদ মিনারে উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল আউয়াল চৌধুরী ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাহউদ্দিন সেলিমের নেতৃত্বে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন— উপজেলা বিএনপির সিনিয়র নেতা মনজুরুল হক বাহার, আমিনুল ইসলাম তৌহিদ, উপজেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট এরফান, তোবারক হোসেন, জহির উদ্দিন, ফজলুল হক, বদরুদ্দোজা চৌধুরী, ওমর শরিফ, মাইনুদ্দিন চৌধুরী, শওকত আকবর সোহাগ, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এস এম হারুন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাইনউদ্দিন লিটন, ওয়াহেদপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ইলিয়াস উদ্দিন মাসুদ, ১৪ নম্বর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী মনির, ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রহিম উদ্দিন, ১৪ নম্বর হাইতকান্দি ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ফখরুদ্দীন, সাবেক যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেন, ইছাখালী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম রিদয়, যুগ্ম আহ্বায়ক আরিফ, আমজাদ বাবু, উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক নাজিম উদ্দিন, সহ সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, নিজামপুর কলেজ ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল চৌধুরী, যুগ্ম আহ্বায়ক শরিফ মাহমুদ রিয়াজ, উপজেলা ছাত্রদল সদস্য আবু শাহাদাত সায়েম, ইউনিয়ন ছাত্রদলের সম্পাদক নাজিম উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিয়া উদ্দিনসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।