চট্টগ্রামের মিরসরাইয়ে ২০ বোতল বিদেশি মদসহ মো. রিপন (৩৫) নামের একজনকে আটক করেছে জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশ।
রোববার (২৮ জানুয়ারি) বিকেল তিনটায় উপজেলার সোনাপাহাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে একটি সিএনজি চালিত অটোরিক্সা থেকে এসব মদ উদ্ধার করা হয়।
আটককৃত রিপন হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী গ্রামের আমির হোসেনের ছেলে।
এ বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক মো. দেলোয়ার হোসেন বলেন, রোববার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়মিত টহলের সময় একটি সিএনজি চালিত অটোরিক্সায় বিদেশি মদ পাচার হচ্ছে এমন গোপন তথ্য পেয়ে সড়কে তল্লাশী চালিয়ে পাচারকারিসহ ২০ বোতল মদ উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় মদগুলো চট্টগ্রাম শহর থেকে ফেনী শহরে নিয়ে যাওয়া হচ্ছিলো। মদগুলোর আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা।













