২৯ অক্টোবর ২০২৫

মিরসরাইয়ে বিদেশী অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

মিরসরাই প্রতিনিধি »

মিরসরাইয়ে বিদেশী অস্ত্র ও গুলিসহ সাইফুল ইসলাম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (০৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের পূর্ব দূর্গাপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে ওই এলাকায় আবুল আলামের ছেলে।

জোরারগজ্ঞ থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন ফারুকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব দূর্গাপুর গ্রামের নিজ বাড়ি থেকে ইতালিয়ান একটি পিস্তল  ও ৮ রাউন্ড গুলিসহ সাইফুল ইসলাম নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে জোরারগজ্ঞ থানায় অস্ত্র আইনের একটি মামলা দায়ের করা হয়েছে এবং বৃহস্পতিবার তাকে জেলা হাজতে পাঠানো হয়েছে।

বাংলাধারা/এফএস/এইচএফ

আরও পড়ুন