২১ জানুয়ারি ২০২৬

মিরসরাইয়ে বিনামূল্যে ৭ শতাধিক রোগীর চক্ষু পরীক্ষা

চট্টগ্রামের মিরসরাইয়ে বিনামূল্যে ৭ শতাধিক রোগীর চক্ষু পরীক্ষা, ওষুধ ও চশমা বিতরণ করা হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) মিরসরাই উপজেলার বামনসুন্দর ফারুকীয়া দাখিল মাদরাসা প্রাঙ্গণে এ চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

লায়ন্স ক্লাব অব চিটাগাং মিরসরাইয়ের উদ্যোগে এবং ক্লিফটন গ্রুপের সৌজন্যে আয়োজিত এ ক্যাম্পে বিভিন্ন বয়সী রোগীরা চক্ষু সেবা গ্রহণ করেন। ক্যাম্পেইনে প্রাথমিকভাবে ১৫০ জন রোগীকে ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়।

চিকিৎসা ক্যাম্পে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব চিটাগাং মিরসরাইয়ের পরিচালক লায়ন এজেডএম সাইফুল ইসলাম টুটুল, ট্রেজারার লায়ন রোকসানা আক্তার চৌধুরী (রুহি মোস্তফা), লায়ন রাখাল চন্দ্র নাথ, বামনসুন্দর ফারুকীয়া দাখিল মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি লায়ন শওকত আকবর সোহাগ, সুপার ইব্রাহিম খলিল, পরিচালনা কমিটির অভিভাবক সদস্য হাফেজ নুর উদ্দিন, ফখর উদ্দিন মিরন, জাহাঙ্গীর আলম, সদস্য আবু সাঈদ লিটন, একাডেমিক কমিটির সভাপতি কবি মহি উদ্দিন, সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ সাজিদ, সদস্য দিদারুল ইসলাম খোকন, রেজাউল করিম সাহেদ, আতাউল করিম সোহেল।

অনুষ্ঠানে লায়ন শওকত আকবর সোহাগ বলেন, “এই ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে ৭ শতাধিক রোগীর চক্ষু পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ ও চশমা বিতরণ করা হয়েছে। পাশাপাশি ১৫০ জন রোগীকে ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়েছে। শিগগিরই এসব রোগীর বিনামূল্যে ছানি অপারেশন সম্পন্ন করা হবে।”

স্থানীয়দের মধ্যে এ মানবিক উদ্যোগ ব্যাপক প্রশংসা অর্জন করেছে।

আরও পড়ুন